প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির সভায় বক্তারা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিভূক্তসহ ১১ দফা বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীরাও সমাজের একটি অংশ। তারাও সমাজে অবদান রাখতে চায়। নিজেদের পায়ে দাড়াতে চায়। তাদেরকে শিক্ষার সুযোগ করে দিতে পারলে সমাজের বোঝা নয়, সম্পদ হয়ে দাড়াবে। এইজন্য প্রয়োজন প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি দেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভূক্ত করা। এভাবে বললেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
আজ সোমবার দুপুর ২ ঘটিকায় খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি খুলনা জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনার আহবায়ক মোঃ রবিউল ইসলাম। স ালনা করেন সংগঠনের যুগ্ম আহবায়ক মিতা দে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আরিফুর রহমান অপু, বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা শাখার আহবায়ক ডা. মঞ্জুরুল ইসলাম পলাশ, আলো ফুঁটবেই মোঃ সালেহীন প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি এস এম আলমগীর হোাসেন শ্রবণ, নাট্য ব্যক্তিত্ব বেলাল আহমেদ, তাজুল ইসলাম, খন্দকার এরফান উদ্দিন, জাকির হোসেন, আকরাম হোসেন, গোলাম মোস্তফা, আবু রায়হান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত