
বিসিবির নির্বাচনের পর দায়িত্ব গ্রহণ করেছেন নতুন পরিচালকরা। সভাপতি হিসেবে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে নির্বাচনের পর ঢাকার ক্লাব ক্রিকেটের সংগঠকরা দেশের ঘরোয়া ক্রিকেটের সব লিগ বর্জন করেছেন।
গেল বুধবার সংবাদ সম্মেলন করে লিগ বর্জনের ঘোষণা দিয়েছিলেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবালও। স্পষ্ট করে জানানো হয় বিসিবি নির্বাচন নিয়ে ক্ষোভ থাকায় ঘরোয়ার কোনো লিগে খেলবেন না তারা।
তবে নতুন করে জানা গেল আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট। ইতমধ্যে সিসিডিএম থেকে যোগাযোগ করা হয়েছে সকল ক্লাবের সঙ্গেও। যারা খেলবেন না বলে জানিয়েছিলেন তাদের খেলার ব্যাপারেও শতভাগ আশাবাদী সিসিডিএম।
এদিকে প্রথম বিভাগ ক্রিকেটের গেল বছরের খেলা হয়েছিল বিকেএসপি ৩, ৪ (সাভার), পিকেএসপি ১,২ (রূপগঞ্জ) ও পিএইচআরসিএসে (কেরানীগঞ্জ) মাঠে। সবমিলিয়ে গেল ২০ দলের অংশগ্রহণে ম্যাচ হয়েছিল মোট ১২৪টি।