
ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে যশোর জেলার কেশবপুর উপজেলায় বদলী করা হয়। ২৪/১১/২২ ইং তারিখ বৃহস্পতিবার নং-০৫.৪৪.০০০০.০০৬.৫৭.০০১.১৮.৭৮ নং স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনে আগামী রবিবার অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে যাবেন বলে নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে খুলনা বিভাগীয় সিনিয়র সহকারী কমিশনার মাহেরা নাজনীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে। তবে প্রকৃতভাবে কি কারনে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তা জানা যায়নি।