
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা বাংলাদেশকে অন্যায্যভাবে বঞ্চিত করা হচ্ছে। এমন মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নকভি। শনিবার লাহোরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নকভি বলেন, বাংলাদেশের মতো একটি বড় ও পূর্ণ সদস্য দেশকে যে পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নকভি স্পষ্ট ভাষায় বলেন, “বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভাতেও একই কথা বলেছি। এক দেশের জন্য এক নিয়ম, আরেক দেশের জন্য ভিন্ন নিয়ম- এটা চলতে পারে না।”
তার মতে, বাংলাদেশ আইসিসির একটি গুরুত্বপূর্ণ অংশীদার দেশ। তাই যেকোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত।
পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান বলেন, “একটি দেশ আরেকটি দেশকে নির্দেশ দিতে পারে না। যদি জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তান নিজের অবস্থান নেবে।”
তিনি আরও যোগ করেন, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে যদি বিশেষ ব্যবস্থা বা সুবিধা দেওয়া হয়ে থাকে, তাহলে বাংলাদেশকেও একই সুবিধা দিতে হবে।
বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসির কাছে ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব দেওয়ার কথাও ভাবছেন বলে জানান নকভি। উল্লেখ্য, এর আগে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও এমন মডেল ব্যবহার করা হয়েছিল।
বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নকভি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। “প্রধানমন্ত্রী দেশে ফিরলে তারপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন তিনি।
পাকিস্তান নিজেও বিশ্বকাপে না খেললে কোনো বিকল্প পরিকল্পনা আছে কি না। এমন প্রশ্নের উত্তরে নকভি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, “আমাদের কাছে প্ল্যান এ, বি, সি, ডি—সবই প্রস্তুত।”
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত