
শরণখোলা প্রতিনিধি
বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তাই কোন ভীতি নয়, সম্প্রীতির শক্তি দিয়ে সকলে মিলে এ উৎসব পালন করতে হবে।
মঙ্গলবার সকালে শরণখোলা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দুর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, অফিসার ইনচার্জ ইকরাম হোসেন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বাবুল দাস বক্তৃতা করেন।
এ সময় বাগেরহাট জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন ও ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা জাইকা প্রকল্পেরর কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান।
এ সময় শরণখোলা উপজেলার ২৩ টি পূজা মন্ডপে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রতিটি মন্দিরে ৫০০ কেজি করে চাল ও সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন তার নিজস্ব তহবিল থেকে প্রতিটি মন্ডপে অর্থ সহায়তা প্রদান করেন।