
বাংলাদেশ ক্রিকেটে আম্পায়ারিং উন্নতির জন্য আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টোফেলকে গেল বছর নিয়োগ দিয়েছিল বিসিবি। গেল দুইদিন বিসিবিতে ম্যাচ রেফারিদের নিয়ে কর্মশালা করান তিনি। আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বাংলাদেশ থেকে আরও আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরি করাই তার লক্ষ্য।
টোফেল বলেন, ‘বিগত তিন সপ্তাহ বাংলাদেশের ক্রিকেটের ম্যাচ পরিচালনার ক্ষেত্রে বিনিয়োগের আরও একটি বড় ধাপ ছিল। বিপিএলে সাতটি দল অংশ নিয়েছে এবং আম্পায়ার, রেফারি ও কোচরা একসঙ্গে কাজ করেছেন ক্রিকেটের মান উন্নয়নের লক্ষ্যে।’
পরে বিপিএল শেষে বিসিবিতে ম্যাচ রেফারিদের জন্য আয়োজিত দুই দিনের কর্মশালা নিয়ে টোফেল বলেন, ‘এই কর্মশালার মূল লক্ষ্য ছিল আম্পায়ার মূল্যায়ন পদ্ধতি উন্নত করা। একজন আম্পায়ারের পারফরম্যান্স কিভাবে বিশ্লেষণ করা হবে এবং কিভাবে গঠনমূলক ফিডব্যাক দেওয়া যায়— এসব বিষয়েই সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে।’
কর্মশালায় মাঠ পর্যায়ের কাজ ম্যাচ ও খেলোয়াড় ব্যবস্থাপনা, সিদ্ধান্ত গ্রহণ এবং পরিসংখ্যান সংগ্রহ নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিসিবি আম্পায়ারদের র্যাঙ্কিং করে যোগ্যদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে চায়। খেলোয়াড়দের মতোই ম্যাচ অফিসিয়ালদেরও জবাবদিহির মধ্যে থাকতে হবে। আমরা সবাই মিলে কাজ করলে বাংলাদেশ থেকে আরও বেশি আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরি করা সম্ভব। আগামী মৌসুমকে আরও ভালো করতে এই প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত