
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়সূচি নিয়ে কয়েকবার হয়েছে নানা কাহিনি। এবার বিপিএলের আগামী ৩ আসরের শুরু ও শেষের দিনক্ষণ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগামী আসর (নবম) মাঠে গড়াবে ৫ জানুয়ারি। আর টুর্নামেন্ট শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।
দশম ও একাদশ আসরও মাঠে গড়াবে পরের দুই বছরের জানুয়ারি মাসে। দশম আসরে ২০২৪ সালের বিপিএল শুরু হবে ৬ জানুয়ারি, ফাইনাল হবে ১৭ ফেব্রুয়ারি। ২০২৫ সালে বছরের প্রথম দিনই শুরু হওয়া বিপিএল শেষ হবে ওই বছরের ১১ ফেব্রুয়ারি। ৪০-৪২ দিনের আগামী তিন আসরে ৭টি করে দল অংশ নিবে।
রোববার বিসিবিতে বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আগামী তিন বিপিএলের তারিখ আমরা চূড়ান্ত করেছি। এটা নিয়ে বারবার যাতে সমস্যা না হয়। এবার আমরা বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দেব তিন বছরের জন্য। যেহেতু তিন বছরের জন্য দল দেব, তাই তারিখও তিন বছরের ঠিক করা হয়েছে, যাতে দলগুলি আগে থেকেই প্রস্তুতি সব নিতে পারে।’
উল্লেখ্য, ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই ৪ বছরে এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) বিবেচনায় এনে প্রায় সব দেশের বোর্ডই নিজেদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য আলাদা সময় সুনির্দিষ্ট করে রেখেছে। ওই সময় সে দেশে আন্তর্জাতিক ক্রিকেট হবে না। ফলে, আগামী তিন বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না বাংলাদেশ সেটা পরিষ্কার।
পি এস / এন আই