
নেপালে চলমান বাছাইপর্বে (গ্লোবাল কোয়ালিফায়ার) অপরাজিত থেকে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ (২৮ জানুয়ারি ২০২৬) সুপার সিক্স পর্বে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বাংলাদেশ নিজেদের শীর্ষে রেখেছে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলটি প্রথমে ব্যাট করে ১৬৫/৮ রান তোলে। জবাবে থাইল্যান্ড ১২৬/৮-এ থেমে যায়। এই জয়ের পর দুপুরে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারের ফলে বাংলাদেশ আরও দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের টিকিট পেয়ে যায় জ্যোতিরা।
সুপার সিক্সে মোট ৬ দল খেলছে, কিন্তু বাংলাদেশের জন্য প্রতিপক্ষ মাত্র ৩টি দল স্কটল্যান্ড, নেদারল্যান্ডস আর থাইল্যান্ড। কারণ বাছাইয়ের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে একই গ্রুপের দলের সঙ্গে সুপার সিক্সে ম্যাচ হয় না। তাই যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপে খেলা হলেও সুপার সিক্সে তাদের মুখোমুখি হবে না বাংলাদেশ।
আজকের ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৬৫/৮ রান তোলে। জবাবে থাইল্যান্ড ১২৬/৮-এ থেমে যায়। এই জয়ের সুবাদে বাংলাদেশের পয়েন্ট ৬ হয়েছে।
একই দিনে আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডসের কাছে হেরেছে। যুক্তরাষ্ট্র প্রথমে ব্যাট করে ১৩০ রানের লক্ষ্য দেয়। কিন্তু ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান তুলতেই বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। বৃষ্টি আইনে ২১ রানে জয় পায় নেদারল্যান্ডস। এতে ডাচরা ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, আর যুক্তরাষ্ট্রের শীর্ষ চারে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে গেছে। তারা এখন ৩ ম্যাচে ৩ হার নিয়ে ৫ নম্বরে।
এই ফলাফলের পর বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হয়ে গেছে! টানা ৫ জয় নিয়ে অপরাজিত থেকে তারা বাছাইয়ের শীর্ষ চারে থাকা নিশ্চিত করেছে। এখন বাকি দুই ম্যাচে ভালো খেললে গ্রুপের শীর্ষে থেকেই বিশ্বকাপে যাওয়ার সুযোগ।
২০২৬ উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে, ১২ জুন থেকে শুরু। ১২ দলের এই আসরে ৮ দল র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই নিশ্চিত, বাকি ৪টি এই নেপাল বাছাই থেকে আসছে। বাংলাদেশ সবার আগে সেই টিকিট পেয়ে গেল।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত