শরণখোলা প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শরণখোলায় বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উন্নয়ন সংস্থা সিডিডি'র আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রা তাফালবাড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তাফালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাউথখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যন দেলোয়ার হোসেন খলিল। সিডিডি কর্মকর্তা সফিকুল ইসলাম সোহাগের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, তাফালবাড়ি স্কুল এ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মানিক চাঁদ রায় ও উপজেলা এনজিও ফোরামের সভাপতি মীর সরোয়ার হোসেন।
সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত