
এশিয়া কাপ শেষ হলেও ট্রফি বিতর্ক যেনো কিছুতেই থামছে না। এবার এই ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান মহসিন নাকভিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় গণমাধ্যমের খবর, আসন্ন ২১ নভেম্বর দুবাইয়ে আইসিসি সভায় এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ তুলবে বিসিসিআই। তাদের দাবি, নভেম্বরের মধ্যে যদি এশিয়া কাপের ট্রফি ভারতে না পাঠানো হয়, তাহলে ওই সভায় মহসিন নাকভির পদত্যাগ দাবি করা হবে। বিসিসিআইয়ের এই অবস্থানে সমর্থন জানিয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারত চ্যাম্পিয়ন হলেও বিতরণ করা হয়নি ট্রফি। অভিযোগ, এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি ট্রফি তুলে দিয়েছিলেন না ভারতের প্রতিনিধিকে, বরং সেটি নিয়ে নিজের দুবাইয়ের অফিসে রেখে দেন। এরপর থেকেই শুরু হয় কূটনৈতিক টানাপোড়েন।
নাকভি দাবি করেন, ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে তার হাত থেকেই ট্রফি নিতে হবে। অন্যথায় তিনি ট্রফি দেবেন না। কিন্তু বিসিসিআই এই শর্ত মানতে নারাজ। তাদের মতে, ট্রফি এসিসি'র সম্পত্তি— কোনো ব্যক্তির নয়।
বিসিসিআই জানিয়েছে, নাকভির এমন আচরণ ‘অপেশাদার ও অগ্রহণযোগ্য’। দ্রুত ট্রফি ফেরত না দিলে আইসিসি সভায় কড়া প্রতিবাদ জানানো হবে। তারা এটাও বলেছে, নাকভি যদি উল্টো ভারতের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেন, তাহলে বিষয়টি আরও বড় হবে।
অন্যদিকে, নাকভির দাবি, ফাইনালের দিন ভারতীয় দলের আচরণে তিনি ‘হাসির পাত্র’ বনে গেছেন। তাই তার সম্মান বজায় রাখতে ট্রফি নিতে হবে শুধুমাত্র তার হাত থেকেই।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত