
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামসংলগ্ন হাকর নদীর পাড় থেকে এক নবজাতক ছেলেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বেনাপোল পৌরসভার প্রশাসক ডা. নাজিব হাসান ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করেন।
ডা. নাজিব হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে শিশুটিকে গাজিপুর গ্রামের প্রাইভেট চালক কালু মিয়ার স্ত্রীর তত্ত্বাবধানে রাখা হয়েছে।
তিনি আরও জানান, শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির দেখভালের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত