
দেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্য, ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে খুলনা মহানগর আওয়ামী লীগ। আগামী কাল ৩১ ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। মহানগর আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ এবং নির্বাচিত দলীয় কাউন্সিলররা ওয়ার্ডের মিছিলের সাথে আসার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।