
খুলনায় লং মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন অফিস কর্মসূচি পালিত হয়েছে। আধিপত্যবাদবিরোধী ঐক্যজোটের ব্যানারে বিকেল ৪টায় নগরীর রয়েল মোড় থেকে মিছিল শুরু হয়।
শান্তিধাম মোড় ঘুরে শামসুর রহমান রোডে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ের দিকে যায় মিছিলটি। পরে সিভিল সার্জন অফিসের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে ছাত্রজনতা।
সেই ব্যারিকেড ভেঙে আরও সামনে যাওয়ার চেষ্টা করলে কনভেনশন সেন্টারের সামনে মিছিলটি আটকে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে কিছু সময় অবস্থানের পর কর্মসূচি শেষ হয়।
কর্মসূচি চলাকালে ‘হাদির গায়ে গুলি কেন, ভারত তুই জবাব দে’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ভারত যদি বন্ধু হও, খুনি হাসিনাকে ফেরত দাও’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে।
এ সময় মিছিলে অংশ নেওয়া বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকেই ভারত বিভিন্নভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করছে। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে।
শুধু তাই নয়, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি বর্ষণকারীদেরও আশ্রয় দিয়েছে। যা থেকে প্রমাণ করে তারা কখনোই বাংলাদেশের ভালো চায় না। তাই আগামী ২৫ তারিখের মধ্যে ফ্যাসিস্টের দোসরদের ফেরত না দিলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত