
সাফ নারী ফুটসালের অভিষেক আসরেই বাজিমাত করল বাংলাদেশ। রোববার ব্যাংককে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের দল।
শিরোপা নির্ধারণী ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সবিনা একাই করেছেন ৪ গোল। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা ১৩। প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল করে মালদ্বীপকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে ওঠে। এটি টুর্নামেন্টের এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড।
৭ দলের এই টুর্নামেন্টে ৬ ম্যাচের ৫টিতে জয় ও ১টি ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।
টুর্নামেন্টে বাংলাদেশ মোট ৩৮ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ৯টি। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি ভুটানের সঙ্গে ড্র করে অপরাজিত থেকেই শিরোপা ঘরে তুলল লাল-সবুজের প্রতিনিধিরা।
অন্যদিকে, একই আসরে বাংলাদেশের পুরুষ দল ব্যর্থতার বৃত্তে থাকলেও নারী দল ঠিকই দেশের মুখ উজ্জ্বল করল।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত