মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় হাতেনাতে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- রানা মোল্লা (২২) ও সোহানুর রহমান ওরফে সোহান (২৭)।
রোববার (২০ আগস্ট) রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-এর সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব।
তিনি জানান, রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১ লাখ ৭৮ হাজার টাকা। এসময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সেই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
র্যাব-এর এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করেছিল। মোটরসাইকেলযোগে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো তারা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা হয়েছে।