
বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩০তম বর্ষ শুভ আবির্ভাব উৎসব উপলক্ষ্যে মাঙ্গলিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় শ্রী গুরু সংঘের উদ্যোগে সেরেস্তাদারবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে ঠাকুরের ছবি শহকারে এ শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
বণার্ঢ্য র্যালীটিতে অংশ নেয় শ্রী গুরু সংঘের শত শত নারী পুরুষ পূজারি ভক্তবৃন্দরা। পরে মন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন শ্রীগুরু সংঘ মন্দিরের সভাপতি অসীম কর্মকার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন থানা ওসি মতলুবর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি নেতা মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক মো. আব্বাস মুন্সী, বিএনপি নেতা বদিউজ্জমান মহারাজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীগুরু সংঘর মন্দিরের সাধারণ সম্পাদক দিপক কর্মকার। ৫দিন ব্যাপী এ অনুষ্ঠানে সুচনা লগ্নে মঙ্গল আরতি, সমবেত প্রয়াতকালিন প্রার্থনা, ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ্র মহানাম যজ্ঞাঅনুষ্ঠান,সকাল ৯টায় সংঘ পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সুচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত