
যশোর সদর উপজেলার হৈবতপুর এলাকায় নেশার টাকা না দেওয়ায় নিজ বাবা-মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে তাদেরই ছেলে। আহত দু’জন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন আছির উদ্দিন (৭০),এবং তার স্ত্রী রোকেয়া (৬০)। তারা যশোর সদরের সাতমাইল হৈবতপুর রোড এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৬ জানুয়ারি ) রাত ৩টার দিকে নিজ বাড়িতে নেশার টাকা চায় তাদের ছোট ছেলে সাদ্দাম (২৩)। টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে সে বাম হাতে থাকা বটি দিয়ে বাবা-মার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় লাঠি দিয়েও তাদের মারধর করা হয়।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত দম্পতিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আছির উদ্দিন পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং রোকেয়া মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কথা বলেন,যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন, তিনি গণমাধ্যমকে জানান ঘটনা শুনেছি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত