চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীসহ ৪ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লার একটি হোটেল থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
শামসুদ্দিন দিদার বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে কুমিল্লা বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেলে রাতের খাবার খাচ্ছিল দিপ্তীসহ যুবদলের নেতারা। এ সময় গোয়েন্দা পুলিশের ৮/১০জনের একটি দল তাদেরকে তুলে নিয়ে যায়।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত