বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
মতিয়া চৌধুরী বলেন, বিএনপি যোগ-বিয়োগ বোঝে না। সেজন্যই দলটি দেশের রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
সারাদেশে বিভাগীয় শহরগুলোতে বিএনপির সমাবেশে চলাকালে ইন্টারনেট বন্ধের ব্যাপারে আওয়ামী লীগের এই নেত্রী বলেন, ইন্টারনেট বিষয়টি অসমর্থিত কথা।
বিএনপির সমাবেশ ঘিরে গণপরিবহন বন্ধের বিষয়ে করা প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, বিএনপির সমাবেশ করার সময় সরকার পরিবহন বন্ধ করছে না। বরং নিরাপত্তার কারণে পরিবহন মালিক সমিতি বন্ধ করতে পারে।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেংসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
