
রংপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু মনোনয়ন প্রত্যাহার না করায় দলীয় সকল পদ থেকে তাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ।
দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদে থাকা বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে জেলা আওয়ামী লীগের নেতারা সরে দাঁড়ানোর অনুরোধ করেন। কিন্তু শেষ দিনেও তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেননি। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্তে অনঢ় থাকায় রোববার বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা সভা করে তাকে দল থেকে বহিষ্কার ঘোষণা করেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভা করে বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জেলা কমিটির উপদেষ্টা মণ্ডলীর ৭ নম্বর সদস্য ছিলেন।