কিলিয়ান এমবাপের সঙ্গে পিএসজির সম্পর্কটা তাহলে শেষ হতে চলেছে অবশেষে। এ মৌসুমে আবার তার ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশের পর পক্ষে-বিপক্ষে অনেক কথাই হয়েছে। ফরাসি জায়ান্টরা তাকে অবিশ্বাস্য এক প্রস্তাবও দিয়েছে। তবুও মন গলেনি তরুণ এই তারকার। অবশেষে তাকে বিক্রি করে দেয়ার সিদ্ধান্তই নিয়েছে ক্লাবটি। এ জন্য প্রাক-মৌসুম দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।
এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না তিনি। সেজন্য প্যারিসের ক্লাবটি দলের বাইরে রেখেছে তাকে। আসন্ন মৌসুমেই তাকে বিক্রি করে দিতে চায় ক্লাবটি। সেজন্য বাজারেও তুলেছে।
এমবাপের সম্ভাব্য গন্তব্য সান্তিয়গো বার্নাব্যু! রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান এই ফ্রান্স স্ট্রাইকার। তবে অন্য ক্লাবও তাকে কেনার আগ্রহ প্রকাশ করেছে। সংবাদ মাধ্যম ফ্যাবরিকা হাউকিনসের মতে, প্রিমিয়ার লিগের চেলসি এবং সৌদি আরবের ক্লাব আল হিলাল তাকে কিনতে প্রস্তুত।
এর মধ্যে চেলসি ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছে ফ্যাবরিকা। তবে আল হিলালের প্রস্তাব ‘আকাশ ছোঁয়া’। ২৪ বছরের তরুণের জন্য পিএসজিকে ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে তারাও। তবে এমবাপকে দিয়েছে ‘লোভনীয়’ প্রস্তাব। দুটি বিশ্বকাপ ফাইনাল খেলা তরুণকে ৪০০ মিলিয়ন ইউরো বেতন দিতে চেয়েছে।
তবে তরুণ এমবাপে এখনই অর্থ দিয়ে কেনা যাবে না। সেটা হলে পিএসজিতেই থেকে যেতেন তিনি। কেননা দুটি বিশ্বকাপ ফাইনাল খেলা ফরাসি তারক জানিয়েছেন, টাকার পিছনে নয়, নিজের স্বপ্নের পিছনেই ছুটবেন তিনি।
এসবের পর আজ সকালের খবর, স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, অবশেষে এমবাপেকে বিক্রির জন্য তালিকাভুক্ত করেছে পিএসজি। এ জন্য গত সোমবার প্রাক মৌসুম অনুশীলনে যোগ দিলেও জাপান এবং দক্ষিণ কোরিয়া সফরের দলে তাকে রাখেনি ক্লাবটি। ফরাসি জায়ান্টদের থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, ক্লাবের থেকে কেউ বড় নয় সে যত বড় তারকাই হক না কেন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত