
রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত নয় হাজার ইউক্রেনীয় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। তাদের মধ্যে ৪৫৩ জন শিশু বলে দেশটি জানায়।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ডাভোসের সুইস রিসোর্টে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র সহযোগী আন্দ্রি ইয়ারমাক এই তথ্য জানান। খবর: বার্তা সংস্থা রয়টার্সের।
গত বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নির্দেশ দেওয়ার পরই ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা শুরু করে রুশ সেনারা। প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও। যুদ্ধে প্রায় প্রতিদিনই প্রাণহানির খবর আসছে।
পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়াকে এই হামলা বন্ধের অনুরোধ করলেও তাতে সাড়া দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া কয়েক দফা দুই দেশের বৈঠক হলেও তাতে কোনো সমাধান আসেনি। ফলে এখনো ইউক্রেনে হামলা ও প্রতিরোধ চলছে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে।
রুশ অভিযান শুরুর পর প্রায় ১১ মাসে ইউক্রেনের ৯ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন দাবি করে ভলোদিমির জেলেনস্কির সিনিয়র সহযোগী আন্দ্রি ইয়ারমাক বলেন, রুশ হামলার শুরু থেকে ৯ হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৫৩ জন শিশুও রয়েছে।
ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ এই সহযোগী আরও বলেন, ‘আমরা রাশিয়ান হানাদারদের ৮০ হাজার অপরাধ নথিভুক্ত করেছি। তাদের অপরাধ-নির্যাতন বা জীবন কেড়ে নেওয়ার একটি ঘটনাও আমরা ক্ষমা করব না।’
আন্দ্রি ইয়ারমাক বলেন, রাশিয়ার আগ্রাসনের ফলে সৃষ্ট ধ্বংসের জন্য রাশিয়ার রাজনৈতিক নেতাদের বিচার এবং ক্ষতিপূরণের জন্য ইউক্রেন একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চায়।