
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আন্দোলন শেষে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামের সংগঠন এ কর্মসূচির ঘোষণা দেয়। সংগঠনটি চারটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত।
এর আগে দুপুরে শাহবাগে বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। এতে অন্তত অর্ধশত শিক্ষক আহত হন এবং দুজনকে আটক করা হয়।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অযৌক্তিকভাবে হামলা চালিয়েছে। অনেক শিক্ষক আহত হয়েছেন।”
তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করা হয়।”
সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১️⃣ ১০ম গ্রেডে বেতন প্রদান
২️⃣ শতভাগ বিভাগীয় পদোন্নতি
৩️⃣ চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত