
সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ৩৯ রানে হেরে পিছিয়ে ছিল বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচে জিততেই হতো। সেই প্রয়োজনীয় জয়টাই পেলো লিটন দাস ও মোহাম্মদ সাইফউদ্দিনের দারুণ পারফরম্যান্সে। আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে টাইগাররা।
আয়ারল্যান্ড আগে ব্যাট করে ৬ উইকেটে তোলে ১৭০ রান। জবাবে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। তবে ২৭ রানে প্রথম ধাক্কা, রান আউট হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম (৭)। এরপর পারভেজ ইমন ও লিটন দাস দারুণভাবে ইনিংস গড়ে তোলেন। দু’জনের জুটিতে আসে ৬০ রান। হাফ সেঞ্চুরির আভাস দেওয়া ইমন ৪৩ রানে ক্যাচ তুলে ফেরেন।
লিটন এরপর সাইফ হাসানকে নিয়ে আরও ৫২ রান যোগ করেন। অর্ধশতক তুলে নিয়ে লিটন আউট হন ৫৭ রানে। সাইফ ফেরেন ২২ রানে। এরপর রান আউটে তাওহীদ হৃদয় (৬) ও সোহান (৫) ফিরলে চাপ বাড়ে বাংলাদেশের ওপর।
সেই চাপ সামাল দেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেখ মেহেদীকে সঙ্গে নিয়ে ঠাণ্ডা মাথায় ম্যাচ শেষ করেন তিনি। মাত্র ৭ বলে ১৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে আয়ারল্যান্ডের ইনিংসের শুরুটা ছিল ঝোড়ো। স্টার্লিং ও টিম টেক্টরের আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথম ৫ ওভারে আসে ৫৭ রান। পাওয়ার প্লেতে তারা তোলে ৭৫, বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বোচ্চ। তবে মেহেদী হাসানের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। ফেরার ম্যাচে মেহেদী নেন ৩ উইকেট।
লরকান টাকারের ৪১ রানে ভর করে শেষ পর্যন্ত ১৭০ রান পেলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। বাংলাদেশের হয়ে সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত