
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরণখোলায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের আনন্দ শোভাযাত্রা রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার পর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা। সভায় আওয়ামীলীগ প্রতিষ্ঠার ইতিহাস ও সংগ্রামের ঐতিহ্য তুলে ধরে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন নান্টু।
নেতৃবৃন্দ, দেশী বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূনরায় আওয়ামীলীগ কে নির্বাচিত করে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যাক্ত করেছেন।