
আসাদুজ্জামান মিলন, শরণখোলা
শরণখোলায় বড়শী দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাওহীদ (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মৌরাশি গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির চাচা বায়েজিদ খান জানান, তার ভাই শামীম খানের একমাত্র পুত্র তাওহীদ সবার অগোচরে একটি মাছ ধরার বড়শী নিয়ে পুকুর পাড়ে যায়। পুকুরে বরশী ফেলতে গিয়ে সেও পুকুরে পড়ে যায়। পুকুর থেকে তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডা.তৌহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।