
আসাদুজ্জামান মিলন, শরণখোলা
শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরিয়ম বেগম (৩০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার নলবুনিয়া গ্রামে। শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, নিহত মরিয়ম বেগমের স্বামী মাহমুদুল হাসান ঢাকায় একটি মসজিদে ইমাম হিসাবে কর্মরত। বাড়িতে বৃদ্ধ শ্বশুর ও তিনটি শিশু সন্তান নিয়ে মরিয়ম বেগম বসবাস করেন। মঙ্গলবার সকালে তাদের নির্মাণাধীন ভবনে বিদ্যুতের একটি প্লাগ লাগাতে গিয়ে সে পুরানো তারে জড়িয়ে সিটকে পড়েন। প্রতিবেশীরা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুমাইয়া (৭), ইশা (৪) ও সুরাইয়া (২) নামের তাদের তিনটি শিশু সন্তান রয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন জানান, নির্মাণাধীন ভবনের অগোছালো পুরানো তার ও অসাবধানতার কারনে দূর্ঘটনাটি ঘটেছে। নিহতের পারিবারিক আবেদন ও উর্ধতন কর্মকর্তাদের পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।