
শরণখোলা প্রতিনিধি জাতির জনকের সহোদর শেখ আবু নাসের এর সহধর্মিণী শেখ রাজিয়া নাসের এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শরণখোলায় শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বিকালে শরণখোলা প্রেসক্লাব চত্বরে আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা। সভায় মহীয়সী নারী বেগম রাজিয়া নাসের এর সংগ্রামী জীবন আলেখ্য তুলে ধরে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। সভায় বাগেরহাট জেলা আওয়ামীলীগের সংগ্রামী সদস্য আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, হুমায়ুন কবির, রহমান হাওলাদার, ওয়াদুদ আকন সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দক্ষিণ অঞ্চলের সিংহ পুরুষ জননেতা শেখ হেলাল উদ্দিন এর গর্বিত মা শেখ রাজিয়া নাসের এর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন শরণখোলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান।