
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
শরণখোলায় অভিমান করে স্মৃতি রায় (১৪) নামের এক মেধাবী শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার আমড়াগাছিয়া সিংবাড়ি গ্রামে। সে ঐ গ্রামের স্বপন রায়ের কন্যা ও আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। বৃহস্পতিবার সকালে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন জানান, শিক্ষার্থী স্মৃতি রায় সন্ধ্যার পর মোবাইল ফোনে গেমস খেলতে থাকলে তার বাবা মোবাইল নিয়ে যায় এবং পড়তে বসতে বলেন। এতে অভিমান করে সে ঘরে থাকা ১০ টি নাপা ট্যাবলেট খেয়ে ফেলে। অসুস্থ অবস্থায় তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। খুলনায় যাবার পথে তার মৃত্যু ঘটে।
আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী স্মৃতি রায়ের আত্মহননের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয় স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে বলে জানান, ঐ এলাকার সমাজ সেবক তপু বিশ্বাস।
এ ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে।