
প্রতিনিধি, শরণখোলা
শরণখোলায় ২০০৬ সালে বিএনপি জামায়াত জোট সরকারের নীল নকশায় নির্মমভাবে নিহত মজিবর আড়ৎদার এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে সাউথখালি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে তাফালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু রাজ্জাক আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন নান্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাষ্টার শহীদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন রাজিব, যুবনেতা আল আমিন খান ও ছাত্রলীগ নেতা মিজান জমাদ্দার।
বক্তারা বলেন, ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে সারাদেশে আওয়ামীলীগের জনপ্রিয় নেতাদের হত্যার নীল নকশা তৈরী করেছিল। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে সাউথখালি ইউনিয়নের জনপ্রিয় নেতা মজিবর রহমান হাওলাদার ( মজিবর আড়ৎদার) কে নির্মমভাবে হত্যা করা হয়।
সভার শুরুতে মজিবর রহমান আড়ৎদারের স্মরনে একটি শোক মিছিল তাফালবাড়ি বাজার প্রদক্ষিণ করে।