
চাটমোহর উপজেলার হরিপুর বাজারে শিয়ালের মাংস খাসির বলে বিক্রির সময় স্থানীয়দের কাছে ধরা পড়েছেন এক কসাই। পরে প্রশাসনের তৎপরতায় শিয়ালের মাংসগুলো উদ্ধার করে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত কসাইয়ের নাম আশরাফুল। তিনি হরিপুর আফজালপাড়া গ্রামের আশু কসাইয়ের ছেলে। মঙ্গলবার বিকেলে হরিপুর বাজারে মাংস বিক্রি করছিলেন আশরাফুল। শিয়ালের মাংস খাসির মাংস বলে বিক্রির সময় স্থানীয়দের সন্দেহ হয়। বুধবার বিষয়টি জানাজানি হলে এলাকা থেকে পালিয়ে যান তিনি।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে শিয়াল ধরার জন্য ফাঁদ পেতে রাখে আশরাফুল। সেই ফাঁদে শিয়াল ধরা পড়ার পর নিজেই জবাইকে করে হরিপুর বাজারে খাসির মাংস বলে বিক্রি করতে যান আশরাফুল। কিন্তু মাংসের রঙ অতিরিক্ত লাল হওয়ার কারণে বাজারের লোকজনের সন্দেহ হয়। তাকে জেরা করার এক পর্যায়ে আশারফুল স্বীকার করেন খাসি নয়, শিয়ালের মাংস বিক্রি করছিলেন তিনি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মাংস উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাধ্যমে মাটিতে পুঁতে ফেলা হয়। এরই ফাঁকে এলাকা থেকে পালিয়ে যান আশরাফুল।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন জানান, আশরাফুল নামের ওই কসাই মাংস বিক্রি করতে গেলে এলাকার লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মাংস উদ্ধার করা হয়েছে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত কসাই। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফাঁদ পেতে শিয়াল ধরার পর স্থানীয় বাজারে বিক্রি করতে গিয়েছিলেন আশরাফুল। মাংসগুলো শিয়ালের ছিল এমন সত্যতা পেয়েছি। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত