
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবার আসছেন পুলিশ অফিসারের ভূমিকায় ‘শের খান’ হয়ে। পুলিশ থ্রিলার ঘরানার এ সিনেমা নির্মাণ করছেন ‘মিশন এক্সট্রিম’ পরিচালক সানী সানোয়ার।
শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ এবং নির্মাতা সানীর প্রোডাকশস হাউস ‘কপ ক্রিয়েশন’ এর ব্যানারে যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করা হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে শাকিব খান তার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন। পরিচালক সানী সানোয়ারের সঙ্গে চুক্তিপত্র হাতে এক ছবিতে ধরা দেন এই নায়ক-পরিচালক জুটি। ক্যাপশনে লেখেন, “শের খান’ আসছে” (পাশে ‘আগুন’ ইমোজি জুড়ে দেন)।
এ ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকবেন? সানী জানালেন, ‘সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। শিগগির বাকি কুশলীদের ব্যাপারেও জানানো হবে।’
এর আগে এসকে ফিল্মস-এর ফেসবুক পেজে শের খানের খবর দিয়ে বলা হয়েছিল, “স্বল্প সময়ের মধ্যে ‘শের খান’ নিয়ে আপনাদের আগ্রহ, উদ্দীপনা ও ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আশা করি ‘শের খান’ চলচ্চিত্রটি আপনাদের আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।”
উল্লেখ্য, ‘শের খান’ সিনেমায় ‘চৌকস’ পুলিশ অফিসারের চরিত্রে ভিন্নভাবে পর্দায় ধরা দেবেন শাকিব খান।
পিএসএন/এমঅাই