
এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে হারে বাংলাদেশ। আজ লাল-সবুজের দল মাঠে নেমেছে অ্যাওয়ে ম্যাচে। কাই তাক স্টেডিয়ামে প্রথমার্ধেই এক গোল হজম করে পিছিয়ে পড়ে হাভিয়ের কাবরেরার শিষযরা। এরপর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার লড়াইয়ে প্রচেষ্টা চালান জামজা চৌধুরীরা। এক পর্যায়ে হার নিয়েই মাঠ ছাড়ার শঙ্কাও জেগেছিল। তবে ম্যাচের শেষ মুহূর্তে, ৮৩ মিনিটে দারুণ এক গোল করেন রাকিব। তার গোলেই শেষ পর্যন্ত সমতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
হংকংয়ের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল স্বাগতিকরা। তবে প্রথমার্ধে বেশ ভালোভাবেই প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের রক্ষণভাগ। কিন্তু ৩৪তম মিনিটে একটি ভুলে সব গড়বড় করে বসেন ডিফেন্ডার তারিক কাজী।
বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে হঠাৎ পা ফসকে পড়ে যান তারিক। সুযোগ বুঝে হংকংয়ের এক খেলোয়াড় বলের দিক ছুটে এলে, তা ঠেকাতে গিয়ে বাজে ট্যাকল করেন তারিক। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান এবং দেখান হলুদ কার্ড। পেনাল্টি থেকে হংকংয়ের ম্যাট অর গোল করে দলকে এগিয়ে নেন ১-০ ব্যবধানে।
এর আগে ঢাকায় প্রথম লেগের ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করতে হয়েছিলো বাংলাদেশকে। সে ম্যাচে অন্তত একটি পয়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকলেও, শেষ মুহূর্তের ভুলে তা হাতছাড়া হয়। ফিরতি লেগেও একই ভুলের পুনরাবৃত্তি হলো।
দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে বাংলাদেশ। গোলের লক্ষ্যে মরিয়া হয়েই লড়াই করেছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। একের পর এক সুযোগ হারানোয় হারের শঙ্কাও ছিল।
এদিকে ৭৫ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় হংকং ডিফেন্ডার অলিভার গারবিগকে। ১০ জনের প্রতিপক্ষের বিপক্ষে অবশেষে গোলের দেখা পায় বাংলাদেশ। ম্যাচের ৮৩ মিনিটে বাঁ পাশ থেকে ফাহিমের দারুণ ক্রসে হেড করলেন ফাহমিদুল, আর তাতে ডি বক্সে বল পেয়ে যান রাকিব, তার নিখুঁত শটেই জালের দেখা পায় বাংলাদেশ।