বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের রসবোধের কথা তার ভক্তদের অজানা নয়। তিনি সবসময়ই নানা মজা করে থাকেন। কখনো নিজের পোশাক নিয়ে, আবার কখনো-বা অদ্ভুত সব কাণ্ড করে। তা ছাড়া মাঝেমাঝে তার পরিধেয় অদ্ভুত পোশাক হয়ে যায় আলোচনার কেন্দ্রবিন্দু।
এদিকে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির নায়ক প্রথম ছবিতেও পরেছিলেন জমকালো পোশাক। তার হেঁয়ালিও খুব মজার। এবার তিনি জানিয়েছেন, নিজেদের সন্তানের নাম ভেবে ফেলেছেন। যদিও ব্যাপাটি কি মজার না সত্যি, তা কেউ বুঝতে পারছেন না। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই। আর এমন দিনেই কেন ভিন্ন খবর দিলেন রণবীর সিং?
মূলত তার ছবি ‘জয়েশভাই জোরদার’ মুক্তি পাচ্ছে ১৩ মে। ভ্রূণ লিঙ্গ নির্ণয়বিষয়ক ছবি এটি। একটা সামাজিক বার্তা রয়েছে ছবিতে ব্যঙ্গাত্মকরূপে। এখন জোরেশোরে চলছে ছবির প্রচারণা। ছবিতে শিশুকন্যা বিষয়কে তুলে ধরা হবে। সে বিষয় সামনে রেখে তার কাছে প্রশ্ন ছিল, যদি তাদের মেয়ে হয় কী নাম রাখা হবে? আর এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দীপিকার সঙ্গে এ নিয়ে তার কথা হয়েছে। তারা সন্তানের নামও ভেবে ফেলেছেন।
এত চিন্তাভাবনার পর ভক্তদের মাঝে প্রশ্ন জাগতেই পারে, কী সেই নাম? তবে অভিনেতা তা অবশ্য জানাতে চান না। কারণ হিসেবে জানিয়েছেন–যদি কেউ নাম চুরি করে নেয়, তাই তিনি জানাবেন না। সময় হলে সবাই জানতে পারবেন।
তবে মা দিবসে সন্তানের নাম ভেবে রাখার কথা জানিয়ে কি কোনো নতুন খবর দিচ্ছেন জয়েশভাই? কেননা, কিছুদিন আগে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এসেছিল। যদিও রণবীর-দীপিকা কেউ-ই এ নিয়ে কিছু বলেননি।
পিএসএন/এমঅাই
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত