
আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ১৪ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। বুধবার গ্রেপ্তারের পাশাপাশি তাদের দুটি নৌকোও বাজেয়াপ্ত করা হয়েছে।
গ্রেপ্তার ১৪ জন মৎস্যজীবী ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর বাসিন্দা। জানা গেছে, তাদের মধ্যে ১০ জনের একটি দল তামিলনাড়ুর পম্বন বন্দর থেকে রওনা দিয়েছিল। ভারত মহাসাগরে ভারতীয় জলসীমা পেরিয়ে কারপিট্টি বন্দরের কাছে মাছ ধরছিলেন। সে সময়েই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। কারপিট্টির সংলগ্ন সমুদ্র শ্রীলঙ্কার জলসীমার অন্তর্ভুক্ত।
অন্য ৪ জনের দলটিকে গ্রেপ্তার করা হয় শ্রীলঙ্কার কাচ্চিথিভু দ্বীপের কাছ থেকে। একই অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধেও। প্রথম দলটিকে গ্রেপ্তার করে ভেনবুঝা বন্দরে এবং দ্বিতীয় দলটিকে নিয়ে যাওয়া হয়েছে কাঙ্গেসান্তুরাই ক্যাম্পে।
উল্লেখ্য শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের গ্রেপ্তারির ঘটনা বর্তমানে প্রায় নিয়মিতই ঘটছে। দ্বীপরাষ্ট্রে জেলবন্দি ভারতীয় মৎস্যজীবীদের সংখ্যাও নেহাত কম নয়।
গত বছর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে এই বিষয়ে একটি চিঠি দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সেখানে তিনি আর্জি জানান, শ্রীলঙ্কার হাতে ধৃত মৎস্যজীবীদের দ্রুত মুক্ত করানো হোক। স্ট্যালিন আরও জানান, একের পর এক গ্রেপ্তারির ঘটনায় ‘আতঙ্কে’ ভুগছেন মৎস্যজীবীরা। জীবিকা নিয়ে ‘অনিশ্চয়তা’ তৈরি হচ্ছে তাঁদের মধ্যে।