ন্যাশনাল ডেটা সেন্টারে রক্ষণাবেক্ষণকাজের কারণে সরকারি বেশ কিছু ওয়েবসাইটে ঢুকতে সমস্যা দেখা দিয়েছে।
মঙ্গলবার দুপুর থেকেই এই সমস্যা শুরু হয়েছে। সরকারি ওয়েবসাইটগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) বলেছে, সন্ধ্যার পর থেকে ওয়েবসাইটগুলো ঠিক হওয়া শুরু হয়েছে।
দুপুর থেকেই তথ্য কমিশন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, স্থানীয় সরকার বিভাগসহ বেশ কিছু ওয়েবসাইটে ঢোকা যাচ্ছিল না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাত পৌনে নয়টায়ও ওয়েবসাইটগুলোতে ‘502 Bad Gateway’ লেখা দেখাচ্ছিল।
সরকারি ওয়েবসাইটগুলো দেখভাল করে থাকে এটুআই। সংস্থাটির কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়া আউটরিচ কনসালট্যান্ট আদনান ফয়সল প্রথম আলোকে বলেন, ন্যাশনাল ডেটা সেন্টারের রক্ষণাবেক্ষণকাজ চলছে। কিছু সাইটে ঝামেলা হয়েছে। বিশেষজ্ঞ দল কাজ করছে। সব কটিই ঠিক হয়ে যাওয়ার কথা। যেগুলোতে সমস্যা দেখা যাচ্ছে, সেগুলো কিছু সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে।
পিএসএন/এমঅাই
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত