
সরকারের ৮৩ কোটি টাকার বাজেট বাস্তবায়ন করবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অং সুই প্রু চৌধূরী। তিনি বলেন, ‘সরকার প্রতি বছর রাঙামাটি উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে কোটি টাকার বাজেট প্রণয়ণ করে। এবারও করেছে। এ বাজেট বাস্তবায়ন হলে রাঙামাটির চিত্র বদলে যাবে। উন্নয়নের অগ্রগতি হবে। কারণ সরকার চায় পাহাড়ের মানুষ ভাল থাকুক। অর্থনীতিতেও স্বয়ংসম্পূণ হোক। এর মধ্যে রাঙামাটিতে সরকারের সহায়তায়, শিক্ষা স্বাস্থ্য, পর্যটন যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।’
সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে আয়োজিত বাজেট ঘোষণা সভায় অং সুই প্রু চৌধূরী এসব কথা বলেন।
বাজেট সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান আরও বলেন, বাজেটে শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য, পর্যটন, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নসহ মোট ১৩টি খাতে ৮৩ কোটি টাকার বরাদ্দ পাওয়ার প্রস্তাব করা হয়েছে। এবারের প্রস্তাব গত বছরের তুলনায় সাড়ে ৫ কোটি টাকা বেশি।
বাজেটে বলা হয়, রাঙামাটির শিক্ষা এবং তথ্য ও প্রযুক্তি খাতে ১১ কোটি ৫৬ লক্ষ টাকা, যোগাযোগ অবকাঠামো খাতে ১১ কোটি ৫৬ লক্ষ টাকা, ধর্ম খাতে ৯ কোটি ৫২ লক্ষ টাকা, সমাজ কল্যাণ, আর্থ সামাজিক, প্রতিবন্ধী ও নারী উন্নয়ন খাতে ৮ কোটি ১৬ লক্ষ টাকা, পূর্ত (গৃহ, অবকাঠামো নির্মাণ) খাতে ৮ কোটি ১৬ লক্ষ টাকা, স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও সুপেয় পানি খাতে ৮ কোটি ১৬ লক্ষ টাকা, কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ খাতে ৬ কোটি ১২ লক্ষ টাকা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ (বৃক্ষরোপন, বনায়ন) খাতে এক কোটি ৩৬ লক্ষ টাকা, ক্রীড়া ও সংস্কৃতি খাতে ৬৮ লক্ষ টাকা, ত্রাণ ও পূণর্বাসন খাতে ৬৮ লক্ষ টাকা, ভূমি ও হাটবাজার খাতে ৬৮ লক্ষ টাকা, পর্যটন খাতে ৬৮ লক্ষ টাকা, বিবিধ (পরিষদের আয় বর্ধক প্রকল্প) খাতে ৬৮ লক্ষ টাকা, যা মোট ৬৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
অন্যদিকে ২০২২-২৩ অর্থ বছরে সরকারের কাছ থেকে পাওয়া যে বাজেট প্রণয়ন করা হয়েছে তাতে কর্মকর্তাদের বেতন বাবদ ৩১ লক্ষ টাকা, উন্নয়ন ব্যয় ৬৮ লক্ষ টাকা, পরিশিষ্ট ‘ঘ’ অনুয়ায়ী ৩ কোটি টাকা। কর্মচারীদের বেতন বাবদ ১ কোটি ২৮ লক্ষ টাকা, সংস্থাপন ১০ লক্ষ টাকা, ভাতাদি বাবদ ১ কোটি ৫০ লক্ষ টাকা, আপদকালীন ২ কোটি টাকা, সরবরাহ ও সেবা বাবদ ৪ কোটি টাকা, মেরামত, সংরক্ষণ ও পূর্ণবাসন খাতে ১ কোটি টাকা, সাহায্য মঞ্জুরি0 বাবদ ৩৫ লক্ষ টাকা, অবসর প্রাপ্তদের আনুতোষিক খাতে ১৫ লক্ষ টাকা, সম্পদ সংগ্রহ বা ক্রয় খাতে ২০ লক্ষ টাকা, মোট ৩ কোটি টাকা। সব মিলিয়ে মোট ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়।
পি এস / এন আই