 
    
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা কদমতলা এলাকায় বাসচাপায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী মা ও তার তিন বছর বয়সী ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত নারীর স্বামী ও সাত বছর বয়সী মেয়ে।
নিহতরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার রিতা সাধু (৩২) ও তার শিশু পুত্র সৌরভ সাধু।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার দুপুরে কাপড় ব্যবসায়ী অপূর্ব সাধু তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে তালা উপজেলার কুমিরা কদমতলা এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির ইমাদ পরিবহনের বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তারা রাস্তায় ছিটকে পড়েন এবং মুহূর্তেই বাসটি থামার চেষ্টা না করে রিতা ও তার শিশুপুত্রকে চাপা দিয়ে চলে যায়। বাসের সামনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
তাদের সঙ্গে থাকা অপূর্ব সাধু এবং তার মেয়ে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাগরদাঁড়ি রোডে প্রবেশের সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে সেটি সড়কে ছিটকে পড়া রিতা সাধু ও তার শিশুপুত্রের ওপর দিয়ে চলে যায়। বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তবে চালক ও বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত

 
                                    