
৮নং শুভদিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও নগরীর টুটপাড়া নিবাসী মোল্লা আনোয়ার হোসেন (মন্টু) ১৫ই নভেম্বর (মঙ্গলবার) রাত ১০ টায় খুলনার সিটি মেডিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে ও নানা জটিলতা নিয়ে গত ১৩ নভেম্বর খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। তার মৃত্যুতে পরিবারসহ শুভদিয়া ইউনিয়ন ও টুটাপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।
মোল্লা আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন প্রতিদিন সেবকের সম্পাদক ও দক্ষিণাঞ্চল প্রতিদিনের প্রধান সম্পাদক মারুফ হোসেন, রাজপথের দাবী ও দক্ষিণাঞ্চল প্রতিদিনের সভাপতিমণ্ডলীর সভাপতি এস এম জাকির হোসেন, খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণাঞ্চল প্রতিদিনের প্রকাশক এস এম সাহিদ হোসেন, দৈনিক জন্মভূমির ব্যবস্থাপনা সম্পাদক নাভিদ আঞ্জুম ও প্রতিদিন সেবক ডট কমের প্রকাশক আলি আবরার।
বুধবাদ আসরবাদ নামাজে জানাযা শেষে টুটপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়।