রাজধানীতে র্যাবের সার্জেন্ট পরিচয়ে প্রতারণার অভিযোগে ইউসুফ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৭ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইউসুফের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মোকসেদ বেপারীর ছেলে। তিনি থাকতেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায়।
সোমবার (২৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত করিম।
এই কর্মকর্তা জানান, গ্রেফতার ইউসুফ গত ১৬ অক্টোবর সাদ্দাম নামে এক ব্যক্তিকে র্যাবের পরিচয় দিয়ে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড এলাকা থেকে মোটরসাইকেল যোগে শনির আখড়ায় নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে সাদ্দামকে মামলা দেওয়ার ভয়সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন। পরে সাদ্দাম ভয়ে তার আত্মীয়-স্বজনদের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাকে ১০ হাজার টাকা দিয়ে ছাড়া পান।
এছাড়াও গ্রেফতার ইউসুফ র্যাবের বিভিন্ন কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।
এনায়েত করিম জানান, রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিমান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ৫১০ টাকা উদ্ধার করা হয়।
