
গতকাল সন্ধ্যায় সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) ৩৩ জন অপহৃত জেলেকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন নারী রয়েছেন এবং উদ্ধার করা হয়েছে ১৬টি নৌকাও।
জানাগেছে, অপহৃত জেলেদের ‘শরীফ বাহিনী’ নামের কুখ্যাত জলদস্যু দল গত ৯ এপ্রিল নদীতে মাছ ধরার সময় অস্ত্রের মুখে অপহরণ করে। প্রতিজন জেলের মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা করে দাবি করেছিল দস্যুরা।
বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মংলা স্টেশন থেকে একটি কোস্ট গার্ড দল অভিযান শুরু করে। অপারেশনটি চলে টানা ৮ ঘণ্টা। দস্যুরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায় এবং পালানোর সময় গুলি ছোড়ে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক নিশ্চিত করেন যে, উদ্ধার অভিযান শেষে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়ে কয়রা কোস্ট গার্ড স্টেশনে আনা হয়েছে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উদ্ধারপ্রাপ্ত জেলেরা জানায়, তারা স্থানীয় বন অফিস থেকে অনুমতি নিয়ে গত মাসে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করেন। মঙ্গলবার দস্যুরা তাদের অস্ত্রের মুখে অপহরণ করে এবং মোবাইল ফোনের মাধ্যমে গোপনে পরিবারের সদস্যদের অপহরণের খবর জানান।
বাংলাদেশ কোস্ট গার্ডের এই সফল অভিযানে সুন্দরবনে জলদস্যু বিরোধী কার্যক্রমে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত