
অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা,টিআইবি এর আয়োজনে সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুস্থানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব পলিনা ইয়াসমিন, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সদর এর সহকারী শিক্ষা কর্মকর্তা জনাব রেক্সোনা আক্তার, মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা এর শিক্ষা বিষয়ক উপ-কমিটি এর সমন্বয়ক জনাব রীণা পারভীন। উক্ত অনুস্থানে সভাপতিত্ব করেন সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটি এর সভাপতি জনাব এস এম সাহিদ হোসেন। আলোচনা সভায় বক্তারা সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা এর কার্যক্রম ও আজকের আয়োজন বিদ্যালয়্রে গুণগত শিক্ষা নিশ্চ্তিকরনে গুরুত্বপ‚র্ণ অবদান রাখবে বলে মনে করেন। মুল আলোচনায় জনাব রীণা পারভীন এই বিদ্যালয়কে নিয়ে আগামী দিনগুলোতে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও সনাক-খুলনা এর কার্যক্রম ও লক্ষ্য- উদ্দেশ্য নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করলে এই বিদ্যালয়টিকে মডেল বিদ্যালয়ে রুপান্তরিত করতে পারবো। মুক্ত আলোচনায় অভিভাবক ও বিদ্যালয়ের অংশীজনরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, বিশেষ করে স্কুলে নিরাপত্তা বেষ্টনী না থাকার কারনে বাইরের মানুষ সহজে স্কুলে প্রবেশ করে, যা ছাত্র- ছাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, এছাড়া স্কুলের খেলার মাঠ শিশুদের জন্য একদমই উপযোগী না, স্কুলের সামনে মাছের বাজার বসার কারনে নোংরা হয়ে থাকা সহ তারা বিবিধ সমস্যার কথা তুলে ধরেন। খুলনা সদর এর সহকারী শিক্ষা কর্মকর্তা জনাব রেক্সোনা আক্তার সমস্যা দ‚র করতে সম্মিলিত ভাবে কাজ করার উপর গুরুত্ব তুলে ধরে সনাক-খুলনা, টিআইবি কে ধন্যবাদ দেন স্কুলে এমন একটি আয়োজন করার জন্য। সভাপতির বক্তব্যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি এর সভাপতি জনাব এস এম সাহিদ হোসেন বলেন ‘এই স্কুলের সাথে আমার দীর্ঘ দিনের যুক্ততা, বিভিন্ন সময়ে স্কুলের সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, আগামীতেও সেটা অব্যাহত থাকবে। একই সাথে সনাক-খুলনা, টিআইবি কে ধন্যবাদ দেন শিক্ষার মানোন্নয়নে সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নির্বাচন করার জন্য। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজমেন্ট কমিটির বিভিন্ন সদস্যগণ, শিক্ষক-শিক্ষিকাগণ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় নাগরিকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সনাক সদস্য জনাব সঞ্জয় কুমার সাহা, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর সমন্বয়ক জনাব আজিজুর রহমান, ইয়েস সদস্য এবং এসিজি সদস্যবৃন্দ।