
খুলনা (৩১ জানুয়ারি)
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় আসার কথা রয়েছে। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমনের খুলনা আগমনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে কর্মচাঞ্চল্য বিরাজ করছে। এদিকে দলের চেয়ারম্যানের আগমণ এবং জনসভার স্থান নির্ধারণ নিয়ে শুক্রবার রাতে কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ে জরুরী সভা করেন বিএনপি নেতারা।
দলীয় সূত্র জানায়, আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে তার খুলনায় আসার কথা রয়েছে। ওইদিন খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন তিনি। খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভাটি অনুষ্ঠিত হবে।
এদিকে খুলনার জনসভা শেষ করে যশোরে যাবেন তারেক রহমান। দুপুরে যশোর উপ-শহর ডিগ্রী কলেজ মাঠে যশোর জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। দলের চেয়ারম্যানের আগমনের সংবাদের বিএনপি নেতাকর্মীদের মাঝে উচ্ছাস লক্ষ্য করা গেছে।
দলীয় নেতাকর্মীরা জানান, ২০০৪ সালে তৃণমূল প্রতিনিধি সমাবেশে সর্বশেষ খুলনায় এসেছিলেন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। খুলনা জেলা স্টেডিয়ামে ওই সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু আগের রাতে ঝড়ে সমাবেশ প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হওয়ায় নগরীর শিববাড়ি মোড়ের জিয়া হলে তৃণমূল প্রতিনিধি সমাবেশটি অনুষ্ঠিত হয়। যা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের মাঝে এক নবজাগরণ তৈরি করে।
এদিকে দলের চেয়ারম্যানের আগমণ এবং জনসভার স্থান নির্ধারণ নিয়ে শুক্রবার রাতে কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ে জরুরী সভা করেন বিএনপি নেতারা। খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় জেলা ও মহানগর বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং খুলনার ৬টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সোমবার সকাল ১০টায় হেলিকপ্টারে করে খুলনায় আসবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন। তিনি বলেন, প্রিয় নেতার অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ। সেই নেতা খুলনায় আসছেন, খুলনার সর্বকালের সবচেয়ে বড় জনসমাগম ঘটিয়ে তাকে বরণ করে নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত