
বাংলাদেশে টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং ক্যাশলেস সোসাইটি গঠনে বিকাশের সহযোগিতার জন্য পঞ্চমবারের মতো ‘পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে হুয়াওয়ে সাউথ এশিয়ার ক্যারিয়ার নেটওয়ার্ক বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ঝো শাওফেং (টিম) এবং অ্যাকাউন্ট ডিরেক্টর ডু কংকং-এর হাতে পুরস্কার তুলে দেন বিকাশ-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর এবং ইভিপি মোহাম্মদ রাশেদুল আলম।
২০১৭ সাল থেকে হুয়াওয়ে ও বিকাশ কৌশলগত প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে একসাথে কাজ করে আসছে। বর্তমানে হুয়াওয়ে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং কারিগরি সহযোগিতা দিচ্ছে। এটি মোবাইল মানি সল্যুশনসহ বিভিন্ন আর্থিক সেবা সরবরাহ করছে।
বিকাশ-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, “বিকাশের মূল লক্ষ্য ছিল আর্থিক ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জনে হুয়াওয়ের সঙ্গে কাজ করে আমরা মান নিশ্চিত করতে পেরেছি।”
হুয়াওয়ে সাউথ এশিয়ার ক্যারিয়ার নেটওয়ার্ক বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ঝো শাওফেং (টিম) বলেন, “হুয়াওয়ের ফিনটেক সেবা এশিয়া ও আফ্রিকার ৬০টিরও বেশি বাজারে ব্যবহৃত হচ্ছে। আমরা বাংলাদেশের আইসিটি অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত।”
২০২৩ সালে বিকাশ এবং হুয়াওয়ে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যা সহযোগিতাকে আরও দৃঢ় করেছে। এছাড়া, হুয়াওয়ে ও বিকাশ যৌথভাবে ‘পে লেটার’ ডিজিটাল ঋণ সেবা জন্য ‘গ্লোমো বেস্ট ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত