অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তালিকা প্রস্তাব করেছে বিএনপি। যেসব রাজনৈতিক দল ও নাগরিক সমাজ গত নির্বাচন বর্জন করেছে এ তালিকায় তাদের প্রতিনিধিরা স্থান পেয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিবের কাছে দলটির পক্ষ থেকে এ তালিকা দেওয়া হয়। দলীয় সূত্রে জানা যায়, ৬৪ রাজনৈতিক দল গত নির্বাচন বর্জন করেছে। এসব দল থেকে প্রতিনিধি নিয়ে প্রায় ২০০ জনের তালিকা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, যেসব রাজনৈতিক দল ও নাগরিক সমাজে গত নির্বাচন বর্জন করেছে, তাদের প্রতিনিধির সমন্বয়ে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তালিকা প্রস্তার করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের কাছে এ তালিকা দেওয়া হয়েছে।