বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে অবশেষে ‘ড্রাফটস’ বা খসড়া মেসেজ লেখার ফিচার এসেছে।
অন্যান্য প্ল্যাটফর্মে এরইমধ্যে ব্যবহার হওয়া এ টুল হোয়াটসঅ্যাপে আসতে এত দেরি হওয়ার কারণ নিশ্চিত নয় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।মেসেজ ড্রাফট হোয়াটসঅ্যাপে অসমাপ্ত মেসেজ খুঁজে পাওয়ার একটি নতুন ও সহজ উপায় নিয়ে এসেছে। একটি মেসেজ লেখার আগে কেবল ‘ড্রাফট’ অপশনটি খুঁজুন। কোম্পানিটি বলছে, এ অসমাপ্ত মেসেজগুলো চ্যাট লিস্টের একদম ওপরে চলে যাবে, যেন ব্যবহারকারীরা সহজে খুঁজে পান।
এটি কেবলই খসড়া মেসেজের ফিচার, বাড়তি আর তেমন কোনো সুবিধা নেই। গোটা বিশ্বেই অ্যাপে সুবিধাটি আসছে। ফলে, হোয়াটসঅ্যাপে মেসেজ পুরোপুরি টাইপ করার জন্য কোনো বাড়তি চাপ থাকবে না। ধীরে-সুস্থে আরাম করে মেসেজ টাইপ করা যাবে।
হোয়াটসঅ্যাপের সর্বশেষ আপডেটে এসেছে নতুন এ ফিচার। এ ছাড়া, বিভিন্ন মানুষের সঙ্গে কথোপকথন ট্র্যাক করতে বা আলাদাভাবে দেখার জন্য ‘কাস্টম লিস্ট’ তৈরির ফিচার যোগ হয়েছে অ্যাপে। পাশপাশি, চালু হয়েছে নতুন এক প্রোগ্রাম যা ব্যবহারকারীদের যে কোনো ডিভাইস থেকে কন্টাক্ট যোগ করার সুযোগ দেবে।