ধর্ষণ ও যৌন হয়রানির মামলায় জনপ্রিয় মালায়ালাম অভিনেতা সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। শিগগিরই তাকে আদালতে তোলা হবে। খবর এনডিটিভির।
অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের আগস্টে সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক অভিনেত্রী। অভিযোগকারীর দাবি, ২০১৬ সালে তাকে হেনস্তা করেছিলেন সিদ্দিকী। মাস কয়েক আগেই যৌন হেনস্তার ঘটনা নিয়ে অনেকে মুখ খুলেছিলেন। সে সময়ই সিদ্দিকীর নামেও অভিযোগ করা হয়।
তবে কেরালা পুলিশের কাছে চিঠি লিখে এ অভিযোগ অস্বীকার করেছিলেন সিদ্দিকী। চিঠিতে অভিনেতা লিখেছিলেন, ‘সুখমৈরিকাট্টে’ ছবি মুক্তির আগে প্রদর্শনের সময় একদিনই অভিযোগকারী অভিনেত্রীকে দেখেছিলাম আমি। সময়টা ২০১৬ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি। নিজের মা-বাবার সামনেই সেদিন তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন। প্রথমত, সেদিন কোনো ধর্ষণের ঘটনাই ঘটেনি। সাড়ে ৮ বছর পর তিনি এ অভিযোগ এনেছেন। শারীরিক যৌন হেনস্তা বা মৌখিকভাবে যৌন হেনস্তার কোনো ঘটনাই ঘটেনি।