হয়তো সোনা জিততে পারেননি। কিন্তু যা করেছেন, তাতেই পলিনা গুরিয়েভার দেশে শুরু হয়ে গেছে উৎসব। এবারই যে প্রথমবারের মতো অলিম্পিকে পদকের দেখা পেয়েছে তুর্কমেনিস্তান।
ভারোত্তলনে মেয়েদের ৫৯ কেজি বিভাগে সোনা জিতেছেন চাইনিজ তাইপের কিউ হুসিং চুন। ২৩৬ কেজি উঠিয়ে রেকর্ড গড়েছেন তিনি।
অন্যদিকে দেশকে প্রথম অলিম্পিক পদক এনে দেয়া গুরিয়েভা তুলেছেন ২১৭ কেজি। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান নিশ্চিত করে তুর্কমেনিস্তানের এই অ্যাথলেট পেয়েছেন রৌপ্য পদক।
গুরিয়েভার চেয়ে তিন কেজি কম উঠিয়ে ব্রোঞ্জ জিতেছেন জাপানের ভারোত্তলক মিকিকো আনদোহ।