বেইজিং অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান বয়কট করেছে ভারত। ভারতের বিপক্ষে যুদ্ধ করা চীনা সৈনিক অলিম্পিকের মশাল বহন করায় এ সিদ্ধান্ত নেয় তারা।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। তার পক্ষ থেকে জানানো হয়েছে, এ অলিম্পিকে মশাল বহন করেছেন চীনের এমন এক সেনা যিনি গালোয়ান উপতক্যায় ভারতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিলেন। এ কারণে তারা উদ্বোধনী অনুষ্ঠানও সম্প্রচার করবে না।
বাগচি বলেন, চীন যেভাবে অলিম্পিকে রাজনীতির রঙ লাগাল, তা নিন্দনীয়। বেইজিং অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দল অংশগ্রহণ করবে না।
জানা গেছে, ২০২০ সালের ১৫ জুন গালোয়ান উপত্যকায় ভারত এবং চীনের মধ্যে সংঘর্ষ হয়। তাতে মাথায় গুরুতর চোট পান এক সৈনিক। তিনিই এবার অলিম্পিকে মশাল বহর করছেন। এবারের শীতকালীন অলিম্পিকে ভারতের অ্যাথলিটের সংখ্যা মাত্র একজন তার সঙ্গে পাঁচ জনের দল গেছে চীনে। তাদের মধ্যে আরিফের ম্যানেজার মোহাম্মদ আব্বাস ওয়ানি আবার করোনা আক্রান্ত হয়েছিলেন। ফলে ভারত উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবে কি না তাই নিয়েও সন্দেহ দেখা গিয়েছিল। পরে যদিও তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।
এবারের এ অলিম্পিকে ৯২টি দেশের ২ হাজার ৮৩৩ জন খেলোয়াড় অংশ নেবেন। তাদের মধ্যে যারা করোনা আক্রান্ত তাদের হোটেলে আইসোলেটেড করে রাখা হয়েছে। মিডিয়া বা অন্য যারা অলিম্পিকের সঙ্গে যুক্ত তাদের তুলনায় খেলোয়াড় এবং কর্মকর্তারাই বেশি করোনা আক্রান্ত হচ্ছেন বলে শোনা যাচ্ছে।
পিএসএন/এমআই