দেশের আইনশৃঙ্খলা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও জানান তিনি।
রোববার (২৪ নভেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা জানান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলার ব্যাপারে কোনো উদ্বিগ্নতা নেই। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লাহ দিলে একটা সন্তোষজনক পর্যায়ে চলে আসছে। এটা আস্তে আস্তে আরও উন্নতির দিকে যাবে। ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বরে কোনো ধরনের সমস্যা নেই। কেউ কোনো অরাজকতা করলে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব।
সড়কের যানজট প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এখনো বলছি, সড়কে যেন কোনো দোকান না বসে। সড়ক এবং ফুটপাত দুইটা কিন্তু আলাদা। সড়কের ভেতরে অবশ্যই কোনো দোকান থাকবে না। আমাদের রাস্তা, মানে শহরে ২৫ ভাগ রাস্তা থাকার কথা আমাদের আছে সাড়ে সাত ভাগ রাস্তা। আমাদের গাড়ি যানবাহন কিন্তু দিন দিন বেড়েই চলছে। এই রাস্তা কিন্তু পুরোটা নিতে পারছে না। তারপরে আপনারাই দেখছেন আজকে এই জায়গা ব্লক করে ওই জায়গায় ওইটা ব্লক করে, এসবের কারণে তো যানজটের সৃষ্টি হচ্ছে। এই কমিউনিটি পুলিশগুলি আগে কিন্তু কাজ করেছে, কাজ করে নাই তা না। ওইগুলি আমরা আবার পুনরায় নতুনভাবে নিয়ে আসছি। এটা একটা রিক্রুটমেন্ট প্রসেস, আমি যদি বলি আজকেই নেওয়া হবে, লোকগুলো তো আমার পেতে হবে।
তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা উন্নত করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করছি। তার সাথে সাথে আমাদের যারা অবসরপ্রাপ্ত ট্রাফিকের কাজ করেছে, অবসরপ্রাপ্ত আর্মি, অবসরপ্রাপ্ত বিজিবি, অবসরপ্রাপ্ত আনসার, যারা ট্রাফিকের কাজ করেছে তাদের নিয়ে কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে।